নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২২, ০৫:৪৭ পিএম

 ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: ফাইল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: ফাইল।

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে রোকন (৩২) শাহাদত (২২) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৬ আগস্ট) বেলা পৌনে ৩টার দিকে পশ্চিম আগারগাঁও পানির ট্যাংক সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই মুমূর্ষু অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাদের সহকর্মী কবির হোসেন জানায়, তারা পশ্চিম আগাঁরগাও পানির ট্যাংকের পাশে নির্মানাধীন ১৪ তলা ভবনে কাজ করছিল। রোকন ও শাহাদত ভবনের তৃতীয় তলায় বাইরের দিকে মাচান বেঁধে প্লাস্টারের কাজ করছিল। এ সময় মাচান ছিঁড়ে দুজন নিচে পড়ে গুরুতর আহত হন। 

পরে তাদের দুজনকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করে। নিহত দুজনের বাড়ি সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায়। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh