সমাবেশে যাওয়ার পথে হামলা, বিএনপির ৩০ নেতাকর্মী আহত

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ২৬ আগস্ট ২০২২, ০৮:২৮ পিএম | আপডেট: ২৬ আগস্ট ২০২২, ১১:৪০ পিএম

আওয়ামী লীগের হামলায় আহত বিএনপি নেতাকর্মীরা। ছবি: নেত্রকোনা প্রতিনিধি

আওয়ামী লীগের হামলায় আহত বিএনপি নেতাকর্মীরা। ছবি: নেত্রকোনা প্রতিনিধি

জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় সকল প্রকার দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ সমাবেশে যাওয়ার পথে হামলার ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে এ হামলার ঘটনা ঘটে। দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কেন্দুয়ায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর রফিকুল ইসলাম হেলালী বলেন, কেন্দুয়ার পৌরশহরের সান্দিকোনা মোড়, সাজিউড়া মোড়, ছিরাং মোড় ও সাউথপাড়া মোড়ে বিএনপির নেতাকর্মীরা সমাবেশে আসার পথে পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালায়। এতে বিএনপির প্রায় ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন। 

হামলায় আহতরা হলেন- সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম- সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ। 


এদের মধ্যে গুরুত্বর আহত তিনজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল কাদির ভূঁইয়ার মুঠোফোনে একাধিক বার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। 

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী হোসেন বলেন, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেনি।

এদিকে কেন্দ্রীয় বিএনপির ঘোষিত কর্মসূচি পালন করেন কেন্দুয়া উপজেলা বিএনপি কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ করে স্থানীয় বিএনপি। 

এতে উপস্থিত ছিলেন- কেন্দুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল, ইঞ্জিনিয়ার মোস্তফা ই জামান সেলিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সঞ্জুর রহমান ভূঁইয়া প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh