শ্রীনগরে বিএনপির ২৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে ছাত্রলীগের মামলা

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২২, ১০:০১ এএম

শ্রীনগর থানা। ছবি- সংগৃহীত

শ্রীনগর থানা। ছবি- সংগৃহীত

মুন্সিগঞ্জের শ্রীনগরে ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ বিএনপির ৪১ নেতা-কর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত ২৫০ জনের বিরুদ্ধে মামলা করেছেন স্থানীয় এক ছাত্রলীগ নেতা।

গতকাল শুক্রবার (২৬ আগস্ট) রাত ১১ টার দিকে শ্রীনগর থানায় শ্রীনগর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এস কে সৌরভ বাদী হয়ে এ মামলাটি করেন।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে  বলেন, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ছাত্রলীগের নেতা-কর্মীদের মারধরের অভিযোগে একটি মামলা হয়েছে। মামলার প্রধান আসামি করা হয়েছে শ্রীনগর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফিজুল ইসলাম খানকে। তবে, এই মামলায় রাত সাড়ে ১১টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

তিনি জানান, ‘এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।’

এ বিষয়ে শ্রীনগর উপজেলা বিএনপির সদস্য সচিব হাফিজুল ইসলাম খান বলেন, ‘আমাকে মেরে আমার বিরুদ্ধে মামলা করেছে ছাত্রলীগ। মারধর করার পর ছাত্রলীগ, যুবলীগ আনন্দ উল্লাস করেছে। অভিযোগ করার জন্য বাসা থেকে বের হয়ে থানা পর্যন্ত যেতে আমার ভয় লাগছে। নিরাপত্তা নিয়েও ভাবছি। পুলিশ যেখানে ছাত্রলীগ, যুবলীগের পক্ষে কাজ করছে সেখানে আমার অভিযোগ জানিয়ে কি হবে?’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh