দামবৃদ্ধির তালিকায় এবার যুক্ত হলো তরল দুধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২২, ১২:০০ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২২, ১২:২৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

প্যাকেটজাত তরল দুধের দাম লিটারে ১০ টাকা বেড়েছে। এক লিটার তরল দুধের দাম বাড়িয়ে ৯০ টাকা নির্ধারণ করেছে প্রক্রিয়াজাতকারী বেসরকারি খাতের কোম্পানি আড়ং এন্টারপ্রাইজ, প্রাণ মিল্ক, আকিজ গ্রুপের ফার্ম ফ্রেশ এবং রংপুর ডেইরির আরডি ব্র্যান্ড।

এর আগে গত মে মাসের দ্বিতীয় সপ্তাহে বেসরকারি খাতের কোম্পানি তরল দুধের দাম লিটারে ১০ টাকা বাড়িয়ে ৮০ টাকা করেছিল।

সরকার পরিচালিত সমবায়ভিত্তিক কোম্পানি মিল্ক ভিটা এখনো দাম বাড়ায়নি। গত জুনে এ কোম্পানি দাম বাড়িয়ে প্রতি লিটারের প্যাকেট ৮০ টাকায় নির্ধারণ করেছিল। 

এ বিষয়ে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (মার্কেটিং) কামরুজ্জামান কামাল জানান, গোখাদ্যসহ আনুষঙ্গিক পণ্য মূল্যবৃদ্ধির কারণে খামারিদের দুধের দাম বাড়ানো হয়েছে। একইভাবে খুচরা দোকানি ও পাইকারি পর্যায়ে বিপণনকারীদের মুনাফার হারও কিছুটা বাড়ানো হয়েছে। এ কারণে দুধের দাম বাড়াতে হয়েছে।

এদিকে গুঁড়া দুধের দামও সম্প্রতি বেড়েছে। প্রতি কেজি ডানো এবং ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়া দুধের দাম ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh