ধর্ষণে অন্তঃসত্ত্বা তরুণীকে মারধর, তিন ভাই গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৮ আগস্ট ২০২২, ০১:৫৬ পিএম | আপডেট: ২৮ আগস্ট ২০২২, ০২:৩৩ পিএম

গ্রেপ্তার তিন ভাই। ছবি: নোয়াখালী প্রতিনিধি।

গ্রেপ্তার তিন ভাই। ছবি: নোয়াখালী প্রতিনিধি।

নোয়াখালীর বেগমগঞ্জে ধর্ষণে অন্তঃসত্ত্বা তরুণীকে (২২) মারধরের ঘটনায় তিন ভাইকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

তারা হলেন- উপজেলার হাজীপুর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য মোমেনার তিন ছেলে রোমান (৩৫), রানা (৩২) ও রুবেল (৪০)। তারা ৩ জন সম্পর্কে আপন ভাই। 

গতকাল শনিবার (২৭ আগস্ট) সদর ও বেগমগঞ্জ উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযোগ থেকে জানা যায়, পারিবারিক সমস্যা থাকায় বেশিরভাগ সময় ভুক্তভোগী তরুণীর মা-বাবা, বড় ভাইয়েরা বাড়ির বাইরে থাকতো। ফলে ছোট ৩ ভাইকে নিয়ে বাড়িতেই থাকত ওই তরুণী। গত ঈদুল আযহার পর থেকে ভয় দেখিয়ে প্রায় রাতে ভুক্তভোগীর শয়নকক্ষে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে আসছিল রোমান। এ ঘটনার ১ মাস পর নির্যাতিতার মা বাড়িতে আসলে বিষয়টি তাকে অবগত করা হয়।

পরবর্তীতে তিনি বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও অভিযুক্ত রোমানের পরিবারকে অবগত করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাদের কয়েক দফায় মারধর করে রোমান ও তার পরিবারের লোকজন।

এদিকে মেয়েটি তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে রোমানকে বিয়ের জন্য বললে তার পরিবারের লোকজন নির্যাতিতা ও তার পরিবারকে বাড়ি ছাড়ার জন্য এবং থানায় কোনো অভিযোগ দিলে হত্যা করবে বলেও হুমকি দিতে থাকে।

গত বুধবার বিকেলে ঘরের পাশের পুকুরঘাটে কাজ করছিল ওই তরুণী। এ সময় রোমান ও তার ভাই রুবেল এসে তাকে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে জখম করে ফেলে যায়। পরে বাড়ির লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওই রাতে ভুক্তভোগী বাদী হয়ে বেগমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিন আসামি ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। 

জানা যায়, আসামি রোমান, রুবেল ও রানার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে।

র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh