সিংহের খাঁচায় লাফ দিয়ে প্রাণ হারালেন যুবক

ডেস্ক রিপোট

প্রকাশ: ২৯ আগস্ট ২০২২, ০৯:৫৯ পিএম | আপডেট: ২৯ আগস্ট ২০২২, ১০:০০ পিএম

সিংহ। ফাইল ছবি

সিংহ। ফাইল ছবি

নিরাপত্তা বেষ্টনী টপকে সিংহের খাঁচায় লাফ দিয়ে প্রাণ হারিয়েছেন  এক যুবক।

গতকাল রবিবার (২৮ আগস্ট) ঘানার রাজধানী আক্রার একটি চিড়িয়াখানায় এই ঘটনা ঘটে।

ঘানার বন্যপ্রাণীর দায়িত্বে নিয়োজিত রাষ্ট্রীয় সংস্থা ফরেস্ট্রি কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, চিড়িয়াখানার নিরাপত্তা বেষ্টনীর উপর দিয়ে লাফ দিয়ে ওই ব্যক্তি সিংহের খাঁচায় ঢুকে পড়েন। ওই খাঁচায় তখন একটি সিংহ, সিংহী ও দু'টি সিংহ শাবক ছিল। এরপরই তার ওপর ঝাঁপিয়ে পরে একটি সিংহ। এতে প্রাণ যায় যুবকের। 

এএফপির বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, পুলিশের একজন মুখপাত্র বলেছেন, লোকটি কীভাবে নিরাপত্তা বেষ্টনী পার হয়ে খাঁচায় ঢুকে পড়েছেন তা নিয়ে তদন্ত চলছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh