স্নাতক পাসে নিয়োগ দেবে শাহজালাল ইসলামী ব্যাংক

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৫ এএম

শাহজালাল ইসলামী ব্যাংক। ফাইল ছবি

শাহজালাল ইসলামী ব্যাংক। ফাইল ছবি

শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিছে। প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন ব্রাঞ্চে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারেন।

পদের নাম : ট্রেইনি অফিসার (ক্যাশ)। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : স্নাতকোত্তর পাস হতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে  সিজিপিএ ৪ পয়েন্টে স্কেলে কমপক্ষে ২.৭৫ পয়েন্ট থাকতে হবে। সিজিপিএ ৫ পয়েন্ট স্কেলে কমপক্ষে  ৩.৭৫ থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পর্যায়ে জিপিএ কমপক্ষে ৩.৫ থাকতে হবে। 

যোগাযোগ দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। প্রার্থীর বয়সসীমা ৩০ বছরের মধ্যে হতে হবে।

নির্বাচন প্রক্রিয়া : নিয়োগসংক্রান্ত বিষয়ে নির্বাচন প্রক্রিয়া শুধুমাত্র মেধার ভিত্তিতে। প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণদের লিখিত পরীক্ষা দিতে হবে। এরপর দুইটি ভাইভার মুখোমুখি হতে হবে। যারা উভয় পরীক্ষায় সফল ভাবে উত্তীর্ণ হবেন, কেবল তারাই চূড়ান্ত নিয়োগ পাবেন।

বেতন ও সুযোগ সুবিধা : ট্রেইনি অফিসার (ক্যাশ ) মাসিক বেতন ২৮০০০ টাকা। সফল ভাবে প্রবেশ সময় শেষে অফিসার (ক্যাশ) হিসেবে নিয়োগ পাবেন। তখন ব্যাংকের নীতিমালা অনুসারে বেতন পাবেন ৩৯০০০ টাকা। সঙ্গে রুলস অনুসারে অন্যান্য সুযোগ সুবিধা থাকছে।

আবেদন যেভাবে : আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন করতে ক্লিক করুন এখানে

আবেদনের শেষ তারিখ : ৭ সেপ্টেম্বর, ২০২২

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh