পুঠিয়ায় ওএমএসের চাল বিক্রয় শুরু

পুঠিয়া প্রতিনিধি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪০ পিএম

পুঠিয়ায় ওএমএসের মাধ্যমে খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রম। ছবি: পুঠিয়া প্রতিনিধি

পুঠিয়ায় ওএমএসের মাধ্যমে খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রম। ছবি: পুঠিয়া প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়ায় ওএমএসের মাধ্যমে খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে কাঁঠালবাড়ীয়া এলাকায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর সূত্রে জানা যায়, চালের বাজার উর্ধ্বমুখী হওয়ায় নিম্ন আয়ের মানুষদের স্বস্তি দিতে ওএমএসের আওতায় ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হচ্ছে। এতে জন প্রতি ৫ কেজি করে পৌরসভায় প্রতিদিন মোট ১২০০ জনকে এই সুবিধা দেওয়া হবে। সপ্তাহে ৫ দিন মোট ৩টি ডিলারের মধ্যমে  চাল বিক্রি করা হবে। প্রত্যেক ডিলার প্রতিদিন দুই টন চাল বরাদ্দ পাবেন, তবে এবার এই উপজেলায় আটা দেওয়া হচ্ছে না।

ওএমএসের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আরাফাত আমান আজিজ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আলী প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh