টাঙ্গাইলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত এক, আহত ৩

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২২, ০১:৫১ পিএম | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২২, ০১:৫৫ পিএম

বাস-সিএনজি সংঘর্ষে নিহত ব্যক্তির মরদেহ। ছবি: টাঙ্গাইল প্রতিনিধি।

বাস-সিএনজি সংঘর্ষে নিহত ব্যক্তির মরদেহ। ছবি: টাঙ্গাইল প্রতিনিধি।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত ও ৩ জন আহত হয়েছে। আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত সাইফুল ইসলামের (৫৫) বাড়ি ঘাটাইল উপজেলার উত্তর বিলডোবা গ্রামে। তিনি স্থানীয় চতিলা মাদরাসার সাবেক শিক্ষক।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নবীন জানান, ঘাটাইল থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে টাঙ্গাইল যাচ্ছিল। পথে রাবনা বাইপাস এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা এক যাত্রীর মৃত্যু হয়।

এ ঘটনায় নারীসহ আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এদিকে নিহত শিক্ষকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh