শিক্ষার্থীদের ইভটিজিং করায় অটোচালকের কারাদণ্ড

ব‌রিশাল প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫৪ পিএম

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি। ছবি: ব‌রিশাল প্রতিনিধি

ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি। ছবি: ব‌রিশাল প্রতিনিধি

বরিশালে ছাত্রীদের স্কুলে আসা-যাওয়ার পথে ইভটিজিং করার অভিযোগে এক বখাটেকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের টেমার মালেকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের স্কুলে আসা-যাওয়ার পথে ছাত্রীদের ইভটিজিং করতো গৌরনদী উপজেলার রামসিদ্দি গ্রামের বা‌সিন্দা ইজিবাইক চালক সোহাগ মৃধা।

গতকাল বৃহস্পতিবার বিকালে স্কুল ছুটির পরে টেমার মালেকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীরা নাগার সড়ক দিয়ে বাড়ি যাওয়ার সময় তাদের ইভটিজিং করেন ইজিবাইক চালক সোহাগ মৃধা। এ ঘটনা এলাকাবাসী জানার পর ধাওয়া করে সোহাগ মৃধাকে স্কুল কক্ষে আটক রাখে। স্কুল কর্তৃপক্ষ এই ঘটনা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন ওই স্কুলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতে ইজিবাইক চালক সোহাগ মৃধা‌কে ছাত্রীদের ইভটিজিং করার অভিযোগে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন। 

এসময় উপস্থিত ছিলেন, মালেকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. মান্নান, থানার এসআই আলী হোসেন, গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম চাঁন প্রমুখ।

বিষয়‌টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh