মালদ্বীপ প্রবাসীদের বৈধ উপায়ে রেমিটেন্স পাঠানোর আহ্বান

মো. ওমর ফারুক অনিক, মালদ্বীপ

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২২, ০৫:০৮ পিএম

মালদ্বীপের অর্থমন্ত্রীর সাথে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ। ছবি: মালদ্বীপ প্রতিনিধি

মালদ্বীপের অর্থমন্ত্রীর সাথে বাংলাদেশ হাইকমিশনারের সাক্ষাৎ। ছবি: মালদ্বীপ প্রতিনিধি

মালদ্বীপের অর্থমন্ত্রী ইব্রাহিম আমীরের সাথে তার মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। 

গতকাল বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় মালদ্বীপের অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মো. সোহেল পারভেজ উপস্থিত ছিলেন।

সাক্ষাতকালে মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সরকারী বিনিময় মূল্যে ডলার প্রদান বা রুফিয়ার মাধ্যমে রেমিটেন্স পাঠানোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়।

এছাড়া প্রবাসী বাংলাদেশিদের সঠিক বেতন রশিদ প্রদান, আনডকুমেন্টেড কর্মীদের বৈধ উপায়ে রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে সহযোগিতা প্রদানের জন্যও আহ্বান জানানো হয়।

এছাড়াও উভয় দেশের মধ্যকার চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রেক্ষিতে বাংলাদেশিদের জন্য ওয়ার্ক ভিসা খোলার জন্য হাইকমিশনার মালদ্বীপ সরকারকে অনুরোধ জানান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh