আফগানিস্তানে মসজিদের বাইরে বোমা হামলা, নিহত ১৫

ডেস্ক রিপোট

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২২, ০৫:২০ পিএম

বিস্ফোরণ। ফাইল ছবি

বিস্ফোরণ। ফাইল ছবি

আফগানিস্তানের হেরাত শহরের একটি মসজিদের বাইরে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে  তালেবানের এক শীর্ষ ইমামসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে।

আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় হেরাতের গুজারগাহ মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে।

হেরাত পুলিশের মুখপাত্র মাহমুদ রাসোলি বলেছেন, ‘মুজিব রহমান আনসারি, তার কয়েকজন রক্ষী ও বেসামরিক নাগরিককে মসজিদের দিকে যাওয়ার পথে হত্যা করা হয়েছে।’

বিস্ফোরণে কতজন হতাহত হয়েছে তা জানাননি রাসোলি। তবে স্থানীয় সূত্র জানিয়েছে, নিহতের সংখ্যা ১৫।

তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া ছবিতে দেখা গেছে, মসজিদ প্রাঙ্গণের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে রক্তমাখা লাশ।

তালেবান কর্মকর্তা আব্দুল নাফি তাকোর বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, অনেকে নিহত ও আহত হয়েছে। তবে তিনি বিস্তারিত কোনো তথ্য জানাননি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh