ঝড়ে শিলার আঘাতে ২০ মাসের শিশুর মৃত্যু

ডেস্ক রিপোট

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪২ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

স্পেনে ঝড়ের সময় বড় শিলার আঘাতে ২০ মাসের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে।

গত বুধবার (৩১ আগস্ট) দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় কাতালোনিয়ায় এ ঘটনা ঘটে।

সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার লা বিসবল ডি’এমপোর্দা গ্রামের আশেপাশের একটি এলাকায় ১০ সেন্টিমিটার (৪ ইঞ্চি) ব্যাস পর্যন্ত মুষ্টি-আকারের শিলাবৃষ্টি হয়েছে। এতে প্রায় ৫০ জন আহত হয়েছেন। 

টিভি থ্রি জানিয়েছে, অনেকের হাড় ভেঙে গেছে এবং শরীরে বিভিন্ন ক্ষত সৃষ্টি হয়েছে।

সঙ্গীতশিল্পী সিকাস কার্বনেল বলেন, লোকেরা চিৎকার করতে শুরু করে এবং লুকাতে শুরু করে। তিনি ঝড়ের পরবর্তী ধ্বংসাত্মক পরিণতির ভিডিও ধারণ করেছিলেন।

কার্বনেল বলেন, সেখানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। ছোট ছোট ছেলেমেয়েরা একা ছোটাছুটি করছিল। তবে কিছু অভিভাবক তাদের বাচ্চাদের সামলাতে সক্ষম হয়েছিলেন। তিন বা চার বছরের একটি ছোট মেয়ে প্যারাসলের নিচে আশ্রয় নিতে পারছিল না। আমি দৌড়ে বাইরে গিয়ে তাকে ধরে ফেলি।

এই সঙ্গীতশিল্পী বলেন, তারপর একটি শিলা কাপড় ভেদ করে ফেলে। আমি আমার দলকে বললাম, আমরা যদি রেস্টুরেন্টে প্রবেশ না করি তাহলে টেনিস বলের মতো একটি শিলা আমাদের উপরে এসে পড়বে। তখন বাঁচার উপায় থাকবে না।

গত দুই দশকের মধ্যে সবচেয়ে বড় আকারের শিলাবৃষ্টির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া সংস্থা মিটিওক্যাট। গত বুধবার ওই অঞ্চলের কিছু অংশে ঝড়ের পূর্বাভাস অব্যাহত রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh