কেরানীগঞ্জে অগ্নিকাণ্ড: দগ্ধ ৬ জনের মধ্যে চলে গেলেন ৩ জন

কেরানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪৫ পিএম

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট। ছবি: ফাইল

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট। ছবি: ফাইল

কেরানীগঞ্জের জিনজিরায় একটি বাসায় গ্যাসের চুলা থেকে লাগা আগ্নিকাণ্ডের ঘটনায় বেগম (৬০) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। শরীরের ২৩ শতাংশ দগ্ধ হয়ে হয়েছিল তার। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৬ জনের মধ্যে ৩ জনের মৃত্যু হলো।

আজ শুক্রবার (২ সেপ্টেম্বর) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মারা যান তিনি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল।

তিনি বলেন, নিহত বেগমের শরীরের ২৩ শতাংশ দগ্ধ হয়েছিল। আর আজ বেলা সাড়ে ৩টার দিকে ৫২ শতাংশ দ্বগ্ধ নিয়ে মারা যান শাহদত হোসেন (২০)। এর আগে, গত মঙ্গলবার দুপুরে ৬০ শতাংশ দগ্ধ নিয়ে মারা গেছে মরিয়ম (৪) নামে এক শিশু।

ডা. পার্থ শংকর আরো বলেন, বর্তমানে ইদুনী ওরফে পান্না বেগম ৩০ শতাংশ, সোনিয়া ২৩ শতাংশ, ইয়াছিন ২৮ শতাংশ দগ্ধ নিয়ে চিকিৎসাধীন আছেন। ইয়াছিনকে আইসিইউতে রাখা হয়েছে। আর বাকিদের হাই ডিপেনডেন্সি (এইচডিইউ) ইউনিটে রাখা হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh