ক্ষুধা-তৃষ্ণায় ৭ রোহিঙ্গার মৃত্যু

ডেস্ক রিপোট

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২২, ০৯:৪৮ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

মিয়ানমারের দক্ষিণ উপকূলে একটি নৌকা থেকে ৬৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৭ জন ক্ষুধা, তৃষ্ণা ও প্রচণ্ড রোদে মারা গেছে।

আজ শুক্রবার (০২ সেপ্টেম্বর) দেশটির সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত সোমবার নিরাপত্তা বাহিনী বাণিজ্যিক কেন্দ্র ইয়াঙ্গুন থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণে পিয়াপন শহরতলীর কাছে একটি নৌকা আটক করে।

পত্রিকাটি বলেছে, ‘চারজন পাচারকারী এবং পাচারের শিকার ৬৫ জন বাঙালিকে আটক করা হয়েছে। ৩ জন পুরুষ এবং ৪ জন মহিলা পরে খারাপ আবহাওয়া এবং খাবার ও পানির অভাবে মারা গেছেন।’

গ্লোবাল নিউ লাইট জানিয়েছে, আরো ছয় জন রোহিঙ্গা অসুস্থ হয়ে পড়ায় তারা এখনও চিকিৎসা নিচ্ছেন।

প্রসঙ্গত, রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক হিসেবে শিকার করে না মিয়ানমার কর্তৃপক্ষ। ২০১৭ সালে লাখ লাখ রোহিঙ্গা মুসলিম বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়নমারের সামরিক বাহিনীর দমনপীড়ন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh