মাদক মামলায় পরীমনির সাক্ষ্যগ্রহণ আগামী ১৩ অক্টোবর

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২২, ০২:১৮ পিএম | আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২২, ০২:১৯ পিএম

পরীমনি। ফাইল ছবি

পরীমনি। ফাইল ছবি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চলচ্চিত্র নায়িকা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৩ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

আজ রবিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালত এ দিন ধার্য করেন। আজ মামলার বাদী মজিবুর রহমানকে জেরা করা হয়।

এ মামলায় জামিনে থাকা দুই আসামি আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন এদিন আদালতে উপস্থিত ছিলেন। এসময় পরীমনির পক্ষে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি হাজিরা দেন। এরপর পরীমনির আইনজীবী বাদীকে জেরা করেন।

জেরা সম্পন্ন হলে আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৩ অক্টোবর দিন ধার্য করেন।

পরীমনি। ফাইল ছবি

উল্লেখ্য, ২০২১ সালের ৪ আগস্ট অভিযান চালিয়ে পরীমনিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‌্যাব। অভিযানে এই নায়িকার বাসা থেকে নতুন মাদক এলএসডি, মদ ও আইস উদ্ধার করা হয়।

পরদিন গত ৫ আগস্ট র‍্যাব বাদী হয়ে রাজধানীর বনানী থানায় পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় দায়ের করেন। তদন্ত শেষে ২০২১ সালের ৪ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরপর চলতি বছরের ৫ জানুয়ারি আদালত পরীমনিসহ তিন আসামির অব্যাহতির আবেদন খারিজ করে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh