স্কুলে খেলার সময় বজ্রপাত, প্রাণ গেল শিক্ষার্থীর

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২২, ০৫:০৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সাতক্ষীরার দেবহাটার বজ্রপাতে শুভজিত সরকার নামের নবম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ভাতশালা হাইস্কুল মাঠে খেলা করার সময় এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরো দুই শিক্ষার্থী। 

নিহত শুভজিত সরকার ভাতশালা এলাকার রাজকুমার সরকারের ছেলে। আহতরা হচ্ছে, একই ক্লাসের জয় কুমার দাস ও আবিদ হাসান।

ভাতশালা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম বলেন, টিফিনের ফাকে স্কুলের শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করছিলো। বৃষ্টিপাত শুরু হলে অধিকাংশ শিক্ষার্থী স্কুলের বাদরন্দায় উঠে যায়। মাঠে দুই তিন শিক্ষার্থী ছিলো তখন হঠাৎ বজ্রপাত হলে শুভাজিত সরকারসহ বেশ কয়েকজন আহত হয়। তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শুভজিত সরকারকে মৃত ঘোষণা করেন।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ওবায়দুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্কুলে খেলার সময় হঠাৎ বজ্রপাতে একজন শিক্ষার্থী মারা গেছে। এসময় আরো দুই আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh