মালদ্বীপের প্রধান বিচারপতির সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মালদ্বীপ প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২২, ১১:৩২ এএম

মালদ্বীপের প্রধান বিচারপতির সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। ছবি: মালদ্বীপ প্রতিনিধি।

মালদ্বীপের প্রধান বিচারপতির সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। ছবি: মালদ্বীপ প্রতিনিধি।

মালদ্বীপের প্রধান বিচারপতি আহমেদ মুতাসিম আদনানের সাথে গতকাল সোমবার (৫ সেপ্টেম্বর) সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ।

এসময় দূতাবাসের প্রথম সচিব মোঃ সোহেল পারভেজ ও সুপ্রিম কোর্টের সহকারী রেজিস্ট্রার ফয়সাল উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে দেশটির প্রধান বিচারপতি আহমেদ মুতাসিম আদনানে বাংলাদেশের উন্নয়নের ব্যাপক প্রশংসা করে বলেন, সাম্প্রতিক সময়ে উভয় দেশের মধ্যকার সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। এছাড়া দেশের সর্বোচ্চ পর্যায়ে ভিজিট ও সাধারণ মানুষের যোগাযোগ বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশের রাষ্ট্রদূতের পক্ষ হতে মালদ্বীপে আটক ও বিচারাধীন বাংলাদেশীদের বিচার কার্যক্রম দ্রুত সময়ে শেষ করার বিষয়ে অনুরোধ জানানো হয়। এছাড়া বিচারাধীন ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদানের জন্য বিশেষ অনুরোধ করা হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh