১০ লাখ টন চাল-গম কেনা হচ্ছে: খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২২, ১২:০২ পিএম

সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ছবি: সংগৃহীত।

সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ছবি: সংগৃহীত।

বাজার স্থিতিশীল রাখতে সরকারিভাবে ১০ লাখ ৩০ হাজার টন চাল ও গম কেনা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, চলতি অর্থবছরে সরকার ১০ লাখ ৩০ হাজার টন চাল আমদানির লক্ষ্য রেখেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ইতোমধ্যে ভিয়েতনাম থেকে ২ দশমিক ৩ লাখ টন ও ভারত থেকে এক লাখ টন চাল আমদানির অনুমোদন দিয়েছে।

এছাড়া মিয়ানমার থেকে ২ লাখ টন চাল আমদানির ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি রাশিয়া থেকে কেনা হবে পাঁচ লাখ টন গম।

এদিকে নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সরকার খোলাবাজারে (ওএমএস) ন্যায্যমূল্যে চাল, আটাসহ নিত্যপণ্য বিক্রি করছে। বাজার পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চালু রাখা হবে বলেও জানিয়েছেন খাদ্যমন্ত্রী। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh