এইচএসসি পাসে লোক নেবে ভূমি মন্ত্রণালয়

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২২, ০২:১৬ পিএম

ভূমি মন্ত্রণালয়। ফাইল ছবি

ভূমি মন্ত্রণালয়। ফাইল ছবি

ভূমি মন্ত্রণালয় সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) এর দপ্তরে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : নিরীক্ষক (রাজস্ব)। পদের সংখ্যা : ১২টি। আবেদন যোগ্যতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। বেতন : ১২৫০০-৩০২৩০ টাকা।

পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা : ৪টি। আবেদন যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চতা মাধ্যমিক পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষ। কমপক্ষে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ। বেতন ৯৩০০-২২৪৯০ টাকা।

পদের নাম : অফিস সহায়ক। পদের সংখ্যা : ৬টি। আবেদন যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বেতন : ৮২৫০- ২০০১০ টাকা।

আবেদন যেভাবে : আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে http://coarevland.teletalk.com.bd/ এই লিংকে প্রবেশ করতে হবে।

আবেদনের সময়সীমা : আবেদন শুরু হবে ১৫ সেপ্টেম্বর থেকে। চলবে ১৫ নভেম্বর, ২০২২ পর্যন্ত।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh