চেক প্রতারণা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২২, ০২:৫৪ পিএম

মো. তোফাজ্জল হোসেন। ছবি: চট্টগ্রাম প্রতিনিধি

মো. তোফাজ্জল হোসেন। ছবি: চট্টগ্রাম প্রতিনিধি

চেক প্রতারণা মামলায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. তোফাজ্জল হোসেন (৬২) নামে এক ব্যবসায়ীকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে ডবলমুরিং থানা পুলিশ। 

গতকাল সোমবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় রাজধানীর রামপুরা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তোফাজ্জল শেরপুরের চরখার চর এলাকার মো. সুরুজ আলীর ছেলে। 

ডবলমুরিং থানার সেকেন্ড অফিসার নিপু বিশ্বাস সাম্প্রতিক দেশকালকে বলেন, নগরের আগ্রাবাদ এলাকায় মেসার্স চট্টলা বোরিং নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করতেন তোফাজ্জল। প্রতিষ্ঠানটি পরিচালনাকালে তিনি বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা গ্রহণ করে চেক প্রদান করেন। চেকগুলো ডিজঅনার হওয়ায় ২১ মামলায় পরোয়ানাভুক্ত আসামি ছিলেন তিনি। পরে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে ঢাকার রামপুরা এলাকা থেকে আমরা তাকে গ্রেপ্তার করি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh