স্প্যানিশ নাগরিকত্ব নিলেন ব্রাজিলের ভিনিশিয়াস

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২২, ০৫:৫৫ পিএম

ভিনিশিয়াস জুনিয়র। ছবি- সংগৃহীত

ভিনিশিয়াস জুনিয়র। ছবি- সংগৃহীত

স্প্যানিশ নাগরিকত্ব গ্রহণ করেছেন তরুণ ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিশিয়াস জুনিয়র। তার ক্লাব রিয়াল মাদ্রিদ সোমবার (৫ সেপ্টেম্বর) ইউরোপীয় ইউনিয়নের নাগরিক নন এমন আরো এক খেলোয়াড়কে নিবন্ধনের অনুমতির কথা জানিয়েছে।

রিয়াল মাদ্রিদ তাদের বিবৃতিতে বলেছে, ‘আমাদের ব্রাজিলিয়ান খেলোয়াড় ভিনিশিয়াস জুনিয়র ২ সেপ্টেম্বর স্প্যানিশ সংবিধানের প্রতি আনুগত্যের শপথ নিয়েছেন। তাই সেই মুহূর্ত থেকে তার কাছে স্প্যানিশ জাতীয়তাও রয়েছে।’

স্প্যানিশ লিগার নিয়ম অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের নাগরিক নন এমন খেলোয়াড় নিবন্ধনের সীমাবদ্ধতা রয়েছে প্রতিটি ক্লাবের।

২২ বছর বয়সী ভিনিশিয়াস ২০১৮ সালে ফ্ল্যামেঙ্গো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন। এরপর তিনি ক্লাবের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোল করে দলকে জয় এনে দেন তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh