দেশে ফেসবুক ব্যবহারকারী ৫ কোটি ২৮ লাখ: বিটিআরসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫৭ পিএম

খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টেলিযোগাযোগ সেবা সংক্রান্ত মতবিনিময় সভায় এ তথ্য বিটিআরসির চেয়ারম্যান

খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টেলিযোগাযোগ সেবা সংক্রান্ত মতবিনিময় সভায় এ তথ্য বিটিআরসির চেয়ারম্যান

দেশে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৫ কোটি ২৮ লাখ (৫২ দশমিক ৮ মিলিয়ন) বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব শ্যাম সুন্দর সিকদার।

আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টেলিযোগাযোগ সেবা সংক্রান্ত মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি।

সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্ক থাকা জরুরি উল্লেখ করে বিটিআরসি চেয়ারম্যান বলেন, শিশুদের জন্য ইন্টারনেট ব্যবহারে প্যারেন্টাল কন্ট্রোল গাইডেন্স সেবাটি বিনামূল্যে দেওয়ার জন্য মোবাইল অপারেটরদের অনুরোধ জানাচ্ছি।

তিনি বলেন, মোবাইলে কথা বলার সময় কলড্রপ হলে টাকা ফেরত পাওয়ার বিধান রয়েছে। এক্ষেত্রে কেউ সেবা বঞ্চিত হলে হেল্পলাইন ১০০ নম্বরে কল করে সরাসরি অভিযোগ করতে পারবেন। টেলিটক দেশের ৬টি স্থানে পরীক্ষামূলকভাবে ৫জি নেটওয়ার্কের আওতায় আনার কাজ করছে। এটি প্রধানত উৎপাদনশীল কাজে ব্যবহৃত হবে।

বিটিআরসির শক্তিশালী ডাটাবেজ রয়েছে জানিয়ে শ্যাম সুন্দর সিকদার বলেন, কোনো সিম ক্রয়ের ক্ষেত্রে আঙুলের ছাপ নেয়া হয়। এতে এনআইডির মাধ্যমে জানা যায় গ্রাহক কয়টি সিম ব্যবহার করছেন, আইনশৃঙ্খলার স্বার্থে এটা বড় অগ্রগতি। সাইবার জগতে ক্রমবর্ধমান পর্নোগ্রাফি, জালিয়াতি ও ইন্টারনেট ব্যবহারকারীদের প্রাইভেসি লংঘন ঠেকাতে ডিজিটাল সিকিউরিটি সেল তৈরি করা হয়েছে।

খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আব্দুর রশিদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh