বন‌্যায় বিপর্যস্ত বেঙ্গালুরু, রাস্তায় নৌকা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২২, ০৮:২৪ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বন‌্যায় বিপর্যস্ত ভারতের বেঙ্গালুরু শহর। বৃষ্টির পানি জমে থাকার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ ক্রমেই বাড়াচ্ছে। শহরের প্রধান সড়কে নৌকায় করে জনগণকে চলাচল করতে দেখা গেছে।  

আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দেশটির গণমাধ‌্যমে বলা হয়েছে, গত রবিবার রাত থেকে টানা বৃষ্টি হচ্ছে। গতকাল সোমবার প্রশাসন থেকে শহরবাসীকে ঘরে থাকার কথা বলা হয়। 

দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত ভারি বৃষ্টি হবে কর্নাটক, বিশেষত বেঙ্গালুরুতে। উত্তর কন্নড়, দক্ষিণ কন্নড়, শিবমোগ্গাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 

কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই জানিয়েছেন, বন্যার কারণে রাজ্যের মোট ৪৩০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২,১৮৮টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ২২৫ কিলোমিটার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ও ইলেকট্রিকের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবিলা করতে রাজ্য সরকার থেকে ৩০০ কোটি টাকা দেওয়া হয়েছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh