হাওরে মাছ ধরতে গিয়ে প্রাণ গেল একজনের

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নেত্রকোনা জেলার মদনে হাওরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে খলিলুর রহমান তালুকদার (৪৬) নামক একজনর মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাঘমারা গ্রামে এ দুর্ঘটনাটা ঘটে। 

মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বাঘমারা গ্রামর মৃত তৈয়ব আলী তালুকদারের ছেলে খলিলুর রহমান তালুকদার দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলো। মঙ্গলবার সকালে বাড়ির সামনে হাওরে মাছ ধরতে গেলে হঠাৎ মৃগী রােগ দেখা দেয়। এক পর্যায়ে তিনি হাওরের পানিতে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে আশপাশের মাছ ধরার লােকজন তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মােহাম্মদ ফেরদৌস আলম জানান, পানিতে ডুবে খলিলুর রহমান তালুকদার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh