রূপচর্চায় ভেষজ উপাদান

আফরোজা চৈতী

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২২, ০১:৪৭ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রূপচর্চায় যুগে যুগে ব্যবহার হয়ে এসেছে নানা ভেষজ উপাদান। আধুনিকতার ছোঁয়ায় ফ্যাশনে জীবনযাত্রায় অনেক বদল এসেছে ঠিকই; কিন্তু রূপবিশেষজ্ঞরা এখনো ব্যবহার করেন প্রাকৃতিক এই সব উপাদানের ব্যবহার। তেমনই চারটি  জনপ্রিয় ভেষজ নিয়ে আজকের কথকতা। 

হলুদ

প্রাচ্যঘরানার রূপচর্চায় সেই মুঘল আমল থেকেই রানিদের মহলে ছিল হলুদের ব্যবহার। এখনো এই উপমহাদেশে সৌন্দর্যচর্চায় হলুদ ব্যবহৃত হয়।  

  • একটি পাত্রে টক দই আর কাঁচা হলুদ মিশিয়ে মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট পর হালকা ম্যাসাজ করে তুলে ফেলুন। এটি মুখে বলিরেখা প্রতিরোধ করবে।
  • মসুর ডাল ভিজিয়ে সঙ্গে কাঁচা হলুদ দিয়ে বেটে নিয়মিত মুখে লাগালে দূর হবে মুখের শুষ্কভাব।
  • প্রতিদিন এক টুকরো কাঁচা হলুদ মধুর সঙ্গে মিশিয়ে মুখে মাখুন। এতে ত্বকের উজ্জ্বলতা বাড়বে।

নিমপাতা

কথায় আছে নিমগাছ যে বাড়িতে থাকে সে বাড়িতে কোনো অসুখ প্রবেশ করতে পারে না। ত্বকের পরিচর্যায় এই পাতার বহুল ব্যবহার রয়েছে।

  • মুখে ব্রণ বা সংক্রমণজনিত যে কোনো সমস্যায় নিমপাতা বেটে ফেসপ্যাক বানিয়ে দিলে পাওয়া যাবে দারুণ উপকার।
  • অনেকেই তৈলাক্ত ত্বক নিয়ে সমস্যায় ভুগে থাকেন। তাদের জন্য একটি সহজ সমাধান- একটি পাত্রে নিম পাতা ফুটিয়ে নিন। এবার সেই পানি তুলো দিয়ে মুখে ঘসে নিন। এবার শসা ও নিমপাতার মিশ্রণ তৈরি করে ত্বকে লাগান। ত্বকের তৈলাক্ত ভাব অনেকটাই দূর হবে।
  • কাঁচা হলুদ, নিমপাতা একসঙ্গে বেটে পুরো শরীরে মাখলে চুলকানি ও যে কোনো সংক্রমণ জাতীয় ত্বকের রোগে ভালো ফল পাওয়া যায়। 

আমলকী 

আমলকী এক জাদুকরী ক্ষমতাসম্পন্ন ভেষজ। চুল ও ত্বকচর্চায় ব্যবহার হয়ে আসছে এই ফল। আমলকীতে রয়েছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটোকেমিক্যাল; যা ত্বকের যে কোনো প্রদাহজনিত রোগে বিশেষ কার্যকর।

  • আমলকী পেস্ট করে তার সঙ্গে লেবুর রস মিশিয়ে মাথার চুলে নিয়মিত ব্যবহারে চুল ঘন কালো ও মসৃণ হয়। সেই সঙ্গে চুলের খুশকিও দূর হয়।
  • ত্বকের নির্জীবভাব দূর করতে চন্দনের সঙ্গে মিশিয়ে আমলকীর রস ত্বকে লাগালে বিশেষ ফল পাবেন।
  • আমলকীর একটি বিশেষ গুণ হলো এটি সব ধরনের ত্বকেই ব্যবহার করা যায়। কোনো ত্বকেই এটি কোনো ধরনের জ্বালাপোড়া করে না।

অ্যালোভেরা 

অ্যালোভেরাকে অনেকে ঘৃতকুমারী বা ঘৃতকাঞ্চন বলে থাকে। বহু প্রসাধনে এই ভেষজ পাতার ব্যবহার হয়ে থাকে।

  • অ্যালোভেরার শাঁস বের করে ক্রিমের মতো পুরো মুখে মেখে ঘুমাতে যান। এটা প্রাকৃতিক ময়শ্চারাইজারের কাজ করে।
  • অ্যালোভেরার শাঁস এক কাপ, লেবুর রস ১ চা চামচ, নারকেল তেল ১ টেবিল চামচ, মধু  ১ চা চামচ মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে পুরো শরীরে ম্যাসাজ করুন। ১৫ মিনিট রাখুন, এরপর ধুয়ে ফেলুন। সপ্তাহে একদিন বা দুদিন এই মিশ্রণটি শরীরে ম্যাসাজ করলে ত্বক উজ্জ্বল হবে।
  • এক চা চামচ অলিভ অয়েল, আধ চা চামচ মধু ও দুই চা চামচ অ্যালোভেরা মিশিয়ে একটি ফেসপ্যাক বানান। নিয়মিত এই ফেসপ্যাকের ব্যবহার ত্বকের শুষ্কতা প্রতিরোধ করে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh