রানির শেষকৃত্য

আমন্ত্রণের তালিকায় নেই রাশিয়া-মিয়ানমার-বেলারুশ

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৩ এএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৮ এএম

রানির প্রতিকৃতিতে ফুল দিয় শ্রদ্ধা জানাচ্ছেন শত শত মানুষ। ছবি: বিবিসি

রানির প্রতিকৃতিতে ফুল দিয় শ্রদ্ধা জানাচ্ছেন শত শত মানুষ। ছবি: বিবিসি

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে রাশিয়া, মিয়ানমার এবং বেলারুশের কোনো প্রতিনিধিকে আমন্ত্রণ জানায়নি যুক্তরাজ্য।

গতকাল মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) লন্ডনে ব্রিটিশ সরকারের কার্যালয় হোয়াইটহলের এক কর্মকর্তা একথা জানিয়েছেন। 

প্রসঙ্গত, আগামী সোমবার (১৯ সেপ্টেম্বর) রানির শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

ইউক্রেইনে মস্কোর আগ্রাসনের জেরে পাশ্চাত্যের দেশগুলো রাশিয়ার ওপর নানান নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞার পাশাপাশি রাশিয়া ও এর মিত্র দেশ বেলারুশকে বিশ্ব মঞ্চ থেকে বিচ্ছিন্ন করে রাখতে অন্যান্য আরো পদক্ষেপ নিয়েছে।

এদিকে, রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতন, নিপীড়নের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারের ওপরও যুক্তরাজ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং রোহিঙ্গাদের প্রতি সমর্থন জোরদার করেছে। এ কারণেই রাশিয়া, বেলারুশ বা মিয়ানমারের কোনো প্রতিনিধি রানির শেষকৃত্যে অংশ নিতে পারছেন না।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh