খিলগাঁওয়ে স্বামীর ছুরিতে স্ত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৭ এএম

খিলগাঁও থানা। ফাইল ছবি

খিলগাঁও থানা। ফাইল ছবি

রাজধানীর খিলগাঁওয়ে ছুরি মেরে আবুল হাসেম তার স্ত্রী হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসেমকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম খুকি বেগম (৪৫)। তিনি বাসা বাড়িতে কাজ করতেন। তাদের তিন সন্তান রয়েছে।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু তালেব এ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সংবাদ পেয়ে নিহত ব্যক্তির স্বজনদের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত পৌনে ২টার (১৪ সেপ্টেম্বর) দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই মো. আবু তালেব বলেন, এ ঘটনায় নিহতের স্বামী রিকশাচালক আবুল হাসেমকে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত আবুল হাসেমের মানসিক সমস্যা রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তদন্তে জানা যাবে। আইনি প্রক্রিয়া চলমান আছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh