বাড়ছে পদ্মার পানি, বইছে বিপদসীমার ওপর দিয়ে

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৭ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গত কদিন ধরে হু হু করে বাড়ছে পদ্মার পানি। টানা বৃষ্টি ও জোয়ারের কারণে শরীয়তপুরে পদ্মার পানি বিপদসীমার ওপর প্রবাহিত হচ্ছে। তবে জেলায় এখনো পর্যন্ত কোনো গ্রাম পানিতে প্লাবিত হয়নি। 

জেলা পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার শিল্পী বলেন, আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯ টায় সুরেশ্বর পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল ছিল বিপদসীমার ৩৭ সেন্টিমিটার ওপরে। যা গতকালের চেয়ে আজ ৩ সেন্টিমিটার কম।

এদিকে গত তিনদিন ধরে জেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আজ সকাল সাড়ে ৭টা থেকে বৃষ্টি বন্ধ রয়েছে। তবে আকাশ মেঘলা দেখা যাচ্ছে। যেকোনো সময় বৃষ্টি হতে পারে। এতে জনজীবনে কিছুটা প্রভাব পড়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh