চট্টগ্রামে শিশু ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৩:১৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এগারো বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় সবুজ বড়ুয়া নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত আসামিকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক ফউজুল আজিম এই রায় দেন।

চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর স্পেশাল পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম সেন্টু সাম্প্রতিক দেশকালকে বলেন, এগারো বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৩ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৫ ডিসেম্বর চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার মুরাদপুর এলাকায় ১১ বছরের শিশুটি গাছের পাতা কুড়াতে গেলে তাকে একা পেয়ে সবুজ বড়ুয়া ধর্ষণ করে। এ ঘটনা শিশুর পরিবার রাঙ্গুনিয়া থানায় একই বছরের ৯ ডিসেম্বর মামলা করে। এরপর ২০১৪ সালের ৪ মার্চ পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০১৫ সালের ১ জুন চার্জ গঠনের মধ্যে দিয়ে বিচার শুরু হয়। ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার ১৪ সেপ্টেম্বর রায় দেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh