এসএসসি পরীক্ষার্থীদের ডিএমপির জরুরি নির্দেশনা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৪:০৬ পিএম

ফাইল ছবি।

ফাইল ছবি।

এসএসসি পরীক্ষার্থীদেরকে পরীক্ষার কেন্দ্রে যাওয়ার জন্য পর্যাপ্ত সময় হাতে রেখে যাত্রা করার নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

ঢাকার বর্তমান যানজট পরিস্থিতিতে যানবাহন চলাচল ধীরগতির হয়ে যাওয়ায় এ নির্দেশনা দেওয়া হয়।

ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি এবং বিভিন্ন সড়কে চলমান নির্মাণকাজের জন্য বিভিন্ন সড়কে পানি জমে যানবাহন চলাচল খুবই ধীরগতির হয়ে গেছে।

এসএসসি-সমমান পরীক্ষা শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর)। দেশের ১১টি শিক্ষা বোর্ডের আওতায় এবার এ পরীক্ষায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ করার কথা রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh