শেরপুরে বাসচাপায় অটোচালক নিহত

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৫:২৯ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

শেরপুর জেলা শহরের প্রাণ কেন্দ্র খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ে ঢাকাগামী বাসচাপায় মজনু পাগল (৬২) নামে এক আটোচালক নিহত হয়েছেন। এতে আরো তিন আরোহী আহত হয়েছেন। 

এদের মধ্যে জবেদা নামে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক রয়েছে। তার বাড়ি জামালপুর জেলার দিগপাইত গ্রামে। এছাড়া আহত অন্যান্যরা হলেন- আপন (২০) ও আব্দুর রব। 

স্থানীয়রা জানায়, আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জেলা শহরের খোয়ারপাড় শাপলা চত্বরে ঢাকা থেকে দ্রুতগামী জামালপুর জেলার বকশিগঞ্জগামী একটি বাস যমুনা পরিবহন চালক দুইটি অটোরিকশার উপর উঠিয়ে দেয়। 

এসময় একটি অটোরিকশার চালক মজনু পাগল ঘটনাস্থলেই মারা যান। সেইসাথে ওই দুই অটোরিকশার আরো তিন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় জেলা সদর সরকারী হাসপাতালে ভর্তি করা হয়। 

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানায়, বাসের চালক পালিয়ে গেলেও বাস আটক করে থানায় নিয়ে আসা হয়েছে এবং আইনগত কার্যাদি সম্পন্ন করা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh