নেত্রকোনায় আ.লীগের মতবিনিময় সভায় চেয়ার ছোড়াছুড়ি

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৮:২১ পিএম

আওয়ামী লীগের মতবিনিময় সভায় চেয়ার ছোড়াছুড়ি। ছবি: নেত্রকোনা প্রতিনিধি

আওয়ামী লীগের মতবিনিময় সভায় চেয়ার ছোড়াছুড়ি। ছবি: নেত্রকোনা প্রতিনিধি

জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর সমর্থনে আয়োজিত আওয়ামী লীগের মতবিনিময় সভায় দুই পক্ষের মধ্যে হট্টগোল ও চেয়ার ছোড়াছুড়ি হয়েছে। এ কারণে সভাটিও পণ্ড হয়ে গেছে। 

আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার সময় জেলা শহরের মোক্তারপাড়া এলাকার পাবলিক হলে এ ঘটনা ঘটে। এসময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূর খান মিঠুসহ কয়েকজন আহত হয়েছেন।

আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীর সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে বুধবার বিকেলে দলীয় প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজলের সমর্থনে মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভার মঞ্চে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, সহসভাপতি হাবিবুর রহমান খান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক নূর খান মিঠু ও জেলা পরিষদের বর্তমান প্রশাসক প্রশান্ত কুমার রায়, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকারসহ জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতারা এবং সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতারাও উপস্থিতি ছিলেন। 

আর সভা পরিচালনা করছিলেন জেলা আওয়ামী লীগের অপর যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান। 

সভায় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের বক্তব্যের পর মূল দলের সাংগঠনিক সম্পাদকদের বক্তৃতার জন্য ডাকা হয়। এসময় জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মনোয়ার জাহান সুজন সম্পাদকমণ্ডলীর কাউকে বক্তৃতার জন্য না ডাকার কারণ জানতে চাইলে এ নিয়ে নজরুল ইসলাম খানের সাথে তার বাদানুবাদ হয়। একপর্যায়ে নজরুল ইসলাম খানের ছেলে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামিউল ইসলাম খান জামিও সুজনের সাথে তর্কে লিপ্ত হন। পরে এ নিয়ে দুই পক্ষের মধ্যে হট্টগোল ও চেয়ার ছোঁড়াছুড়ির ঘটনা ঘটে। এর ফলে সভাটি পণ্ড হয়ে যায়।

হট্টগোল ও চেয়ার ছোঁড়াছুড়িতে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূর খান মিঠুসহ কয়েকজন আহত হন। এরপর কিছু নেতাকর্মী পুলিশ পাহারায় বাসায় ফিরেন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh