ইবিতে ককটেল বিস্ফোরণের অভিযোগ, ছাত্রলীগের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২, ১০:১৪ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিক্ষোভ। ছবি: ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিক্ষোভ। ছবি: ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মধ্যরাতে পরপর কয়েকটি বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের দুই হলের প্রাচীর ঘেঁষে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আবাসিক হলের শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী সূত্রে, বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও লালন শাহ হলের দক্ষিণ পাশে বিকট শব্দে পরপর ছয়টি বিস্ফোরণ হয়। এটা ককটেল বিস্ফোরণ বলে মনে করছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বিস্ফোরণের পর আবাসিক হলের শিক্ষার্থীরা লাঠি, রড, হকিস্টিক নিয়ে অভিযুক্তদের খুঁজতে থাকে। পরে শাখা ছাত্রলীগের নেতারা আবাসিক শিক্ষার্থীদের হলে পাঠিয়ে দেন। 

বিষয়টি অবগত করে নিজেদের নিরাপত্তার জন্য তাৎক্ষণিক প্রক্টরকে ফোন দেয় শিক্ষার্থীরা। একাধিকবার ফোন দিয়েও প্রক্টরিয়াল বডির কাউকে পাওয়া যায়নি বলে ক্ষোভ প্রকাশ করেছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

এ ঘটনায় আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিল শেষে এ ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতে উপাচার্যের সাথে দেখা করেছে তারা।

বিস্ফোরণের বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, রাতের অন্ধকারে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, কী উদ্দেশ্যে ঘটিয়েছে আমরা জানি না। তবে যারাই এ ঘটনা ঘটাক এটা অত্যন্ত নিন্দনীয় ও জঘন্য একটি কাজ। এ ঘটনায় ছাত্ররা আতঙ্কের মধ্যে রয়েছে। ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছি আমরা।

এ বিষয়ে প্রক্টর ড. জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনা জানার পরপরই সহকারী প্রক্টররা ঘটনাস্থলে যায়। পরে সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ইবি থানার ওসিকে খবর দেওয়া হয়। ঘটনা কে বা কারা ঘটিয়েছে ওসি বিষয়টি তদন্ত করে দেখার পর কোনো ক্লু খুঁজে পেলে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম  বলেন, বিষয়টি নিয়ে পুলিশ প্রশাসন ও গোয়েন্দা বাহিনী কাজ শুরু করেছে। এরকম ঘটনা মোটেই কাম্য নয়। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh