যুদ্ধবিরতি ঘোষণা আর্মেনিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৫ এএম

সংঘাতপূর্ণ এলাকা থেকে তোলা ছবি। ছবি: এএফপি

সংঘাতপূর্ণ এলাকা থেকে তোলা ছবি। ছবি: এএফপি

আজারবাইজানের সাথে যুদ্ধবিরতি ঘোষণা করেছে আর্মেনিয়া। গত বুধবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৮টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

তবে এ বিষয়ে আজারবাইজান আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। আল-জাজিরা এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি আর্মেনিয়া-আজারবাইজানের লড়াইয়ে উভয়পক্ষের দেড় শতাধিক সেনা নিহত হয়েছেন। এ অবস্থায় যুদ্ধবিরতি ঘোষণা করলো আর্মেনিয়া।

আর্মেনিয়ার নিরাপত্তা পরিষদের উচ্চপদস্থ কর্মকর্তা আরমেন গ্রিগরিয়ান তথ্যটি নিশ্চিত করে বলেন, আজারবাইজান ও আর্মেনিয়া আলোচনা করেই এ সিদ্ধান্তে পৌঁছেছে।

ধারণা করা হচ্ছে, রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়েছে। তবে গত মঙ্গলবারও (১৩ সেপ্টেম্বর) মস্কো দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তি করানোর চেষ্টা করেছিল। কিন্তু ওইদিন তা সম্ভব হয়ে উঠেনি।

গত দুদিন ধরে হঠাৎ দুই দেশের মধ্যে ভারি লড়াই শুরু হয়। কামানের তোপে সীমান্ত এলাকা প্রকম্পিত হতে থাকে। সেনাদের পাশাপাশি প্রাণ হারিয়েছেন সাধারণ মানুষও। যদিও প্রকৃত ক্ষয়ক্ষতি এখনো জানা সম্ভব হয়নি।

১৯৮০-এর দশকে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত থাকার সময় নাগোরনো-কারাবাখ নিয়ে প্রথম দেশ দুটির মধ্যে সংঘাতের সূত্রপাত হয়। এরপর কয়েক যুগ ধরে লড়ছে আর্মেনিয়া এবং আজারবাইজান। দীর্ঘ এ সংঘাতে প্রাণ হারিয়েছেন হাজারো মানুষ। সবশেষ ২০২০ সালে সামরিক অভিযানের মাধ্যমে বিরোধপূর্ণ নাগোরনো-কারাবাখের নিয়ন্ত্রণ নেয় আজারবাইজান। সে সময় রাশিয়ার মধ্যস্থতায় শেষ হয় ওই যুদ্ধ।

প্রতিবেশী দুটি দেশ এখন পর্যন্ত তিনবার পুরোদমে যুদ্ধে জড়িয়েছে। পাশাপাশি তিন দশক ধরে নিয়মিত বিরতিতে ছোটখাটো সংঘর্ষে জড়িয়েছেন দুই দেশের সেনারা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh