ইউসিবির সঙ্গে ইস্টার্ন ইউনিভার্সিটির সমঝোতা চুক্তি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২, ০২:০০ পিএম

চুক্তির আওতায় ইউসিবি ব্যাংকের সব শাখা থেকে অনলাইনের মাধ্যমে রিয়েল টাইমে টিউশন ফি জমা দিতে পারবেন ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

চুক্তির আওতায় ইউসিবি ব্যাংকের সব শাখা থেকে অনলাইনের মাধ্যমে রিয়েল টাইমে টিউশন ফি জমা দিতে পারবেন ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

দেশের প্রথম প্রজন্মের ব্যাংক ইউসিবির সঙ্গে ইস্টার্ন ইউনিভার্সিটির একটি সমঝোতা চুক্তি সম্পাদিত হয়েছে।

গত ১৪ সেপ্টেম্বর দুপুরে ইস্টার্ন ইউনিভার্সিটির সভাকক্ষে দুই পক্ষের কর্মকর্তাদের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। 

চুক্তির আওতায় ইউসিবি ব্যাংকের সব শাখা থেকে অনলাইনের মাধ্যমে রিয়েল টাইমে টিউশন ফি জমা দিতে পারবেন ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষে উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন ও ইউসিবির পক্ষে ভাইস প্রেসিডেন্ট রিয়াদ হাশিম চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh