রংপুরে গোপনে শিক্ষক নিয়োগ দিতে গিয়ে ধরা

রংপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৮ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩৩ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অমান্য করে অবৈধভাবে রংপুরের মিঠাপুকুরের শুকুরের হাট ডিগ্রি কলেজের ৫টি প্রভাষক পদে নিয়োগ পরীক্ষা নেয়ার অভিযোগ উঠেছে।  নগরীর সরকারি বেগম রোকেয়া কলেজে পরীক্ষা নেওয়ার খবর পেয়ে সাংবাদিকরা সেখানে উপস্থিত হলে পরীক্ষা বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ২০১৫ সালের ২২ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় এক আদেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে স্থানীয়ভাবে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া বাতিল করে। এই নিয়োগ পরীক্ষার ভার দেওয়া হয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ)। কিন্তু সাত বছর পর নির্দেশনা অমান্য করে শুকুরেরহাট কলেজ কর্তৃপক্ষ ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং দর্শন বিভাগের ৫টি প্রভাষক পদে নিয়োগের আয়োজন করে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh