আমরা চাই সবাই নির্বাচনে আসুক : পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৪:৩৩ পিএম

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

এবারের দ্বাদশ সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে আশা প্রকাশ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমরা চাই সবাই নির্বাচনে আসুক। বিএনপি যদি দেশের সংবিধান মেনে থাকে, দেশের আইনে মানে- তা হলে তাদের অবশ্যই নির্বাচনে আসা উচিত। নির্বাচন চর্চার বিষয়, মারামারি হানাহানি নয়।

আজ শনিবার (১৭ সেপ্টেম্বর)  দুপুরে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা পরিকল্পনামন্ত্রী।

মন্ত্রী বলেন, দ্রব্যমূল্য ইতিমধ্যে নিয়ন্ত্রণে এসেছে; আরও আসবে। আমরা সব সময় চেষ্টা করি, মানুষ যাতে স্বস্তির মধ্যে থাকে। বিশ্বব্যাপী সংকট চলছে। এজন্য আমাদেরকে আরও সাশ্রয়ী হতে হবে।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আমাদের হাওর এলাকা সব সময় অবহেলিত। তবে সরকার সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জায়গা নির্ধারণ করেছে। এটি হাওর এলাকার জন্য অনেক বড় মাইলফলক। উচ্চশিক্ষার যে স্বপ্ন তা এখন হাওরবাসী পূরণ করতে পারবে। ইতিমধ্যে উপাচার্য নিয়োগ হয়েছে, ধীরে ধীরে আরও কাজ হবে।  

রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সুনামগঞ্জ -১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ -৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিছবাহ্, সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সাংসদ শামীমা আক্তার খানম, সুনামগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ মতিউর রহমান, মো. জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, পুলিশ সুপার এহসান শাহ্, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh