চমেকের অপারেশন থিয়েটারের ঔষধও বাইরে বিক্রি হয়!

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫৬ পিএম

পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া আরাফাতুল ইসলাম। ছবি: চট্টগ্রাম প্রতিনিধি

পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া আরাফাতুল ইসলাম। ছবি: চট্টগ্রাম প্রতিনিধি

সরকারি হাসপাতালের ঔষধ হাসপাতালের বাইরে বিক্রি হয়, এমন অভিযোগ প্রায়ই শোনা যায়। তবে এবার আরো অভিনব একটি অভিযোগ সমানে এসেছে। সেটি হলো, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) অপারেশন থিয়েটারের জন্য বরাদ্দকৃত ঔষধও হাসপাতালের বাইরে বিক্রি হয়। আর এই ঔষধ বিক্রির দায়ে আজ শনিবার ১৭ (সেপ্টেম্বর) নির্দিষ্ট এক চোরচক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতের নাম আরাফাতুল ইসলাম।

আজ শনিবার ভোরে হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তার কাছে হাসপাতালের ২৫ রকমের ঔষধ পাওয়া যায়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল পুলিশফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক সাম্প্রতিক দেশকালকে বলেন, গতকাল রাতে হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে আরাফাতুল ইসলাম সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। পরে হাসপাতালের ঔষধসহ তাকে গ্রেপ্তার করা হয়। 

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপারেশন থিয়েটারের কয়েকজন কর্মচারী এসব ঔষধ তার কাছে বিক্রি করেছে বলে স্বীকার করেছে তিনি। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh