দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ১৬ শিশু শিক্ষার্থী নিহত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৭:২৫ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার ডারবানের মহাসড়কে একটি বড় ট্রাকের সাথে বাসের বাসের সংঘর্ষে কমপক্ষে ১৬ জন শিশু শিক্ষার্থী নিহত হয়েছেন। দেশটির এস্বাতিনী সীমান্তবর্তী পঙ্গোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আয়ারল্যান্ডের জাতীয় সংবাদ সংস্থা আরটিই-র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গতকাল শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দেশটির কয়াজুলু-নাতাল প্রদেশের পরিবহণ মন্ত্রণালয় এ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। 

সংবাদ মাধ্যম জানায়, বাসটিতে মোট ১৯ জন ছিলেন। তাদের মধ্যে ৩ জন ছিলেন প্রাপ্তবয়স্ক। নিহত ১৬ জন শিশুদের বয়স ৫ থেকে ১২ বছরের মধ্যে। 

দক্ষিণ আফ্রিকার আঞ্চলিক পরিবহণ মন্ত্রী সিফো হলমুকা এক বিবৃতিতে জানান, এভাবে অনেক শিশুর চিরতরে চলে যাওয়া খুবই মর্মান্তিক। দক্ষিণ আফ্রিকার সড়কগুলো মহাদেশটির অন্যান্য দেশের তুলনায় অনেক ভাল হলেও দেশটির অধিকাংশ দুর্ঘটনার জন্য বেপরোয়া গাড়ি চালানোকে দায়ী করা হয়ে থাকে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh