ইতালিতে হঠাৎ বন্যায় ৮ মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪৮ পিএম

বৃষ্টিপাতে কর্দমাক্ত এলাকা পরিষ্কার করছেন স্থানীয়রা। ছবি- সংগৃহীত

বৃষ্টিপাতে কর্দমাক্ত এলাকা পরিষ্কার করছেন স্থানীয়রা। ছবি- সংগৃহীত

ইতালির মার্কে অঞ্চলে ভারি বৃষ্টি ও হঠাৎ বন্যায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। এতে নিখোঁজ রয়েছে আরো তিন জন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত বৃহস্পতিবার গভীর রাতে কয়েক ঘণ্টার বৃষ্টিতে এসব ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আচমকা এমন বন্যা হয়েছে। দুই বা তিন ঘণ্টার মধ্যে প্রায় ৪০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আর এতে অ্যানকোনা ও পেজারো-উরবিনো প্রদেশ দুটির বেশ কয়েকটি শহরের রাস্তাগুলো তলিয়ে যায়।

দমকল বাহিনীর প্রকাশ করা ভিডিও ফুটেজে দেখা গেছে, দমকল কর্মীরা আড্রিয়াটিক সাগর তীরবর্তী শহর সেনিগালিয়ার তলিয়ে যাওয়া রাস্তাগুলো ধরে রাবারের ডিঙ্গি নিয়ে এগিয়ে যাচ্ছেন আর লোকজনকে উদ্ধার করছেন ও সরিয়ে নিচ্ছেন, অন্যরা আবর্জনার একটি ড্রেন পরিষ্কার করার চেষ্টা চেষ্টা করছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কর্মীরা এখনও জীবিতদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

এরমধ্যে ইতালির মধ্যবামপন্থি ডেমোক্রেটিক পার্টির (পিডি) নেতা টুইটারে লিখেছেন, তারা আগামী ২৫ সেপ্টেম্বরের জাতীয় নির্বাচনের আগে এই অঞ্চলে তাদের নির্বাচনী প্রচারণা বন্ধ রাখতে পারেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh