পুলিশ সদস্যকে কোপালো রোহিঙ্গা সন্ত্রাসীরা

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩২ পিএম

কক্সবাজার জেলা সদর হাসপাতাল। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার জেলা সদর হাসপাতাল। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের  উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের এক সদস্যকে কুপিয়ে আহত করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।

আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বালুখালী ক্যাম্প-৭ এর ব্লক ডি ৫-এ এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত এপিবিএন-১৪ এর সদস্য শহিদুল ইসলামকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর হাসপাতালে কর্তব্যরত পুলিশ সদস্য রিপন বডুয়া।

তিনি জানান, ঘটনার পর প্রথমে শহিদুলকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়। পরে তার শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। আজ রাত ৮টার কিছু আগে তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা দেওয়া হয়েছে।

এপিবিএন-১৪ এর অধিনায়ক সৈয়দ হারুনুর রশিদ বলেন, কনস্টেবল শহিদুল ক্যাম্প-৭ এ দায়িত্ব পালন করছিলেন। এসময় তিনি একজন রোহিঙ্গার পরিচয় জানতে চান। পরিচয় জানতে চাওয়ার সাথে সাথে রোহিঙ্গা দুর্বৃত্তরা তাকে কোপায়। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

ঘটনার সাথে জড়িত একজনকে আটক করা হয়েছে এবং বাকিদের ধরতে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh