কক্সবাজার সমুদ্র সৈকতে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৯:০০ পিএম

এখন থেকে মায়েরা তাদের শিশুদের সহজে মাতৃদুগ্ধ পান করাতে পারবেন।

এখন থেকে মায়েরা তাদের শিশুদের সহজে মাতৃদুগ্ধ পান করাতে পারবেন।

কক্সবাজার সমুদ্রসৈকতে মায়েদের জন্য ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করা হয়েছে। এখন থেকে মায়েরা তাদের শিশুদের সহজে মাতৃদুগ্ধ পান করাতে পারবেন। 

সৈকতের কলাতলী পয়েন্টে আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ কর্নার উদ্বোধন করে ট্যুরিস্ট পুলিশ।

অনুষ্ঠানে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সুপার রেজাউল করিম বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে কক্সবাজারে প্রতিনিয়ত পর্যটকরা আসেন। শিশুদের বুকের দুধ খাওয়ানোর প্রয়োজন পড়লে সৈকতে কোনো জায়গা পাওয়া যায় না। বিড়ম্বনায় পড়তে হয় মায়েদের। ব্রেস্ট ফিডিং সেন্টার হওয়ায় এখন দুগ্ধপোষ্য শিশুদের নিয়ে সৈকতে এসে আর চিন্তা করতে হবে না।

সৈকতে কুমিল্লা থেকে বেড়াতে আসা এক বছর বয়সী এক শিশুর মা বলেন, ট্যুরিস্ট পুলিশের উদ্যোগটি অবশ্যই প্রশংসনীয়। জনসমাগমস্থলে দুধপান করানো নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। এখন ব্রেস্ট ফিডিং কর্নার হওয়ায় অস্বস্তিতে পড়তে হবে না।

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh