অভিজ্ঞতা ছাড়াই লোক নেবে আইএফআইসি ব্যাংক, বেতন ৫৬৮০০

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৬ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৮ পিএম

আইএফআইসি ব্যাংক লিমিটেডের লোগো। ফাইল ছবি

আইএফআইসি ব্যাংক লিমিটেডের লোগো। ফাইল ছবি

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক আইএফআইসি সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি অনভিজ্ঞ প্রার্থীদের চাকরির সুযোগ দিচ্ছে। আবেদন করা যাবে অনলাইনে।

পদের নাম : ম্যানেজমেন্ট ট্রেইনি।

পদের সংখ্যা : নির্ধারিত না।

আবেদন যোগ্যতা : চার বছরের স্নাতক/ স্নাতকোত্তর বা সমপর্যায়ে ডিগ্রি থাকতে হবে। 

ন্যূনতম তিনটি প্রথম শ্রেণি/ক্লাস বা সমমানের সিজিপিএ থাকতে হবে। তবে একাডেমিক কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ/ক্লাস বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

প্রার্থীর বয়সসীমা ৩০ বছর। 

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ৫৬৮০০ টাকা। এছাড়াও প্রতিষ্ঠানে নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে। তবে এক বছরের প্রবেশনাল পিরিয়ড শেষে সিনিয়র অফিসার হিসেবে নিয়োগ দেবে ব্যাংক। তখন মাসিক বেতন হবে ৭৭,১০২ টাকা। এছাড়াও ব্যাংকের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহীদের আবেদন করতে হবে আইএফআইসির ব্যাংকের ক্যারিয়ার বিষয়ক ওয়েবসাইট থেকে। আবেদন করতে ক্লিক করুন এখানে

আবেদনের শেষ তারিখ : ২৫ সেপ্টেম্বর, ২০২২। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh