ব্রেস্ট ফিডিং কর্নার যোগ হলো রাঙ্গামাটির আদালতে

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৪:১৪ পিএম

আদালতে ভবনে ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন। ছবি: রাঙ্গামাটি প্রতিনিধি

আদালতে ভবনে ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন। ছবি: রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটির আদালতে ভবনে চালু হয়েছে ব্রেস্ট ফিডিং কর্নার। আজ রবিবার (১৮ সেপ্টেম্বর) হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনি এটির উদ্বোধন করেন।

আদালত সূত্রে জানা গেছে, জেলা লিগ্যাল এইড অফিস কর্তৃক আরো কার্যকরভাবে মেডিয়েশন (আপোষ মীমাংসা) সেবাপ্রদান এবং সেবাপ্রার্থী মায়েরা যেন সাচ্ছন্দ্যের সাথে নবজাতককে বুকের দুধ খাওয়াতে পারেন সেজন্য নতুন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে আলাদাভাবে মেডিয়েশন রুম ও ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন করা হয়। এদিন সকাল ১০টায় জেলার সকল আদালত পরিদর্শন করতে আসেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনি।

উদ্বোধনকালে রাঙ্গামাটির যুগ্ম জেলা জজ মো. তাওহীদুল হক, জেলা লিগ্যাল এইড অফিসার মো. জুনাইদ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার পারভীন, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোখতার আহমদ, জেলা লিগ্যাল এইড অফিসের প্যানেল আইনজীবীসহ বিচারপ্রার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh