কীটনাশক পানে গৃহবধূর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২, ০২:৪২ পিএম

হাতিয়া থানা। ছবি: নোয়াখালী প্রতিনিধি।

হাতিয়া থানা। ছবি: নোয়াখালী প্রতিনিধি।

নোয়াখালীর হাতিয়ায় পারিবারিক কলহের জের ধরে কীটনাশক পান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। নিহতের নাম হাজেরা খাতুন (৫৫); সে উপজেলার চরকিং ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের সিরাজ উদ্দিনের স্ত্রী।

আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। এর আগে, গতকাল রবিবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সে কীটনাশক পান করে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে জানান, গতকাল রাত আনুমানিক ১১টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে ধান ক্ষেতে প্রয়োগ করার কীটনাশক পান করে ওই গৃহবধূ আত্মহত্যা করেন।

পরে স্বামী ও পরিবারে লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ৪টার দিকে ওই গৃহবধূর মৃত্যু হয়।

সংবাদ পেয়ে হাতিয়া থানা পুলিশ মরদেহ সুরুতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh