যেভাবে দেখবেন বাংলাদেশের মেয়েদের ফাইনাল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২, ০৫:১৪ পিএম

ভারতকে হারানোর পর উচ্ছ্বসিত বাংলাদেশ দল। ফাইল ছবি

ভারতকে হারানোর পর উচ্ছ্বসিত বাংলাদেশ দল। ফাইল ছবি

নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি সরাসরি দেখা যাবে দেশের একমাত্র খেলাধুলাভিত্তিক টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস। বিকেল সোয়া ৫টায় বাংলাদেশ ও নেপালের মধ্যকার যাবে টি স্পোর্টসের পর্দায়।

নেপালের কাঠমান্ডুতে চলমান নারী সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো বাংলাদেশে বসে দেখার জন্য বেশ ভোগান্তিই পোহাতে হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সরবরাহকৃত লাইভ স্ট্রিমিং লিংকের মাধ্যমে দেখা গেছে সেমিফাইনাল পর্যন্ত ম্যাচগুলো।

তবে এবার ফাইনাল ম্যাচটি সরাসরি দেখানোর ঘোষণা দিয়েছে টি স্পোর্টস। তারা জানিয়েছে, ‘সাফ উইমেনস চ্যাম্পিয়নশিপ ফাইনাল বাংলাদেশ বনাম নেপালের ম্যাচটি সরাসরি দেখবেন আজ বিকেল ৫:১৫ টায় শুধুমাত্র টি স্পোর্টসের পর্দায়।’

এই ফাইনাল ম্যাচে বাংলাদেশ-নেপাল; দুই দলের সামনেই ইতিহাস গড়ার হাতছানি। যারা জিতবে তারাই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপে। দুই দলের মুখোমুখি লড়াইয়ে অবশ্য এগিয়ে নেপাল। আগের তিন ম্যাচের তিনটিতেই বাংলাদেশকে হারিয়েছে।

তবে চলতি সাফে দুর্দান্ত ফর্মে রয়েছে সাবিনা খাতুনের দল। ফাইনালে ওঠার পথে চার ম্যাচে ২০টি গোল করেছে তারা। বিপরীতে হজম করেনি একটিও। তাই এবার প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা নিয়েই ফাইনালে মাঠে নামবেন নারী ফুটবলাররা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh