সাফ নারী চ্যাম্পিয়নশীপ

নেপালের জালে বাংলাদেশের প্রথম গোল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২, ০৫:২৫ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩৫ পিএম

বাংলাদেশ নারী দলের উচ্ছ্বসিত তিন ফুটবলার। ফাইল ছবি

বাংলাদেশ নারী দলের উচ্ছ্বসিত তিন ফুটবলার। ফাইল ছবি

ইতিহাস গড়ার খুব কাছে বাংলাদেশ। আজ দশরথ স্টেডিয়ামের ফাইনালে নেপালকে হারাতে পারলেই প্রথমবারের মতো নারী সাফের শিরোপা জিতবে লাল সবুজের প্রতিনিধিরা। সেই ফাইনালে না খেলার শঙ্কা ছিল ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্নার। তার পথ আগলে দাঁড়িয়েছিল চোট। সেই স্বপ্নাকে রেখেই অবশ্য কোচ গোলাম রব্বানী ছোটন ফাইনালের একাদশ সাজিয়েছেন।

ফাইনালে বাংলাদেশের একাদশ:

রুপনা চাকমা (গোলরক্ষক), সাবিনা খাতুন, শিউলি আজিম, শামসুন্নাহার, আখি খাতুন, মাসুরা পারভীন, মনিকা চাকমা, সানজিদা আক্তার, মারিয়া মান্ডা, কৃষ্ণা রাণী সরকার ও সিরাত জাহান স্বপ্না।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh