ওয়েব সিরিজে ‘ড্রাগ ডিলার’র চরিত্রে বাঁধন

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫৮ পিএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫৯ পিএম

নতুন লুকে আজমেরী হক বাঁধন। ছবি-সংগৃহীত

নতুন লুকে আজমেরী হক বাঁধন। ছবি-সংগৃহীত

প্রথমবারের মতো দেশি ওয়েব সিরিজে অভিনয় করছেন বর্তমান সময়ের অন্যতম আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ওয়েব সিরিজটির নাম ‘গুটি’। চরকির জন্য এই সিরিজ নির্মাণ করছেন শঙ্খ দাসগুপ্ত। এতে ড্রাগ ডিলারের চরিত্রে দেখা যাবে বাঁধনকে।

শুটিং শুরুর আগে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতোমধ্যে এই ওয়েব সিরিজে বাঁধনের চরিত্রের লুক প্রকাশিত হয়েছে। যা মুহূর্তেই প্রশংসিত হয়েছে নেটিজনদের কাছে।

নতুন এই ওয়েব সিরিজ সম্পর্কে বাঁধন বলেন, ‘কাজটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। কতটা চ্যালেঞ্জিং সেটা আসলে দর্শক দেখলেই বুঝতে পারবে। আমি আসলে খুব খুশি আর কৃতজ্ঞ যে দেশের প্রজেক্টেও নারী প্রধান চরিত্রের কাজ হচ্ছে।’

‘গুটি’র গল্প প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘গল্পটা শঙ্খ খুব দুর্দান্তভাবে সাজিয়েছেন। তিনি খুবই ব্রিলিয়ান্ট একজন নির্মাতা। একদম ভিন্ন প্লট, ভিন্ন চরিত্র, ভিন্ন ধরনের একটা গল্প তিনি ফুটিয়ে তুলতে চেয়েছেন। এখানে আমি সুলতানা নামে একজন ড্রাগ ডিলারের চরিত্রে কাজ করেছি। চরিত্রটা নিয়ে শঙ্খর সাথে আমার দীর্ঘদিন ধরে আলাপ চলেছে। আমি এই চরিত্রটা অনেকদিন ধরে নিজের মধ্যে ধারণ করছি।’

তিনি আরো বলেন, ‘ইভেন একদম প্রথমে আমার যে লুক টেস্ট হয়েছিল সেটার কস্টিউম পুরা আমি করেছিলাম। কি ওড়না পরবো, কি রঙের কাপড় পরবো, কোনটা পরলে একদম ওই ক্যারেক্টারের মতো লাগবে এগুলা নিয়ে পরিচালকের সাথে আমার ব্যাপক আলোচনা হয়েছে।’

এ বিষয়ে পরিচালক শঙ্খ দাসগুপ্ত বলেন, ‘কাজটার জন্য খুব উন্মুখ হয়ে আছি। এখন পর্যন্ত আমাদের স্ক্রিপ্টের ৭ নম্বর ড্রাফট হয়েছে। এখন কাস্টিং নিয়ে প্রতিদিন রিডিং রিহার্সাল হচ্ছে।’

চট্টগ্রাম, কুমিল্লাসহ ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং করা হবে বলে জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh