এসএসসি পরীক্ষায় নকল সরবরাহ: ২ শিক্ষকের কারাদণ্ড

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২২, ০৫:৪৭ পিএম

বৃত্তের দুই শিক্ষকে কারাদণ্ড প্রদান করা হয়। ছবি: শেরপুর প্রতিনিধি

বৃত্তের দুই শিক্ষকে কারাদণ্ড প্রদান করা হয়। ছবি: শেরপুর প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে দুই শিক্ষকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার ধানশাইল উত্তর দারিয়ার পাড় গ্রামের ইসমাইল হোসেনের ছেলে তারেক হোসেন এবং নয়াগাঁও গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মেহেদী হাসান মিলন। তারা দুইজনই ঝিনাইগাতি বাজারের জিদনি মডেল স্কুলের সহকারী শিক্ষক পদে কর্মরত রয়েছেন।

এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঝিনাইগাতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ।

জানা গেছে, আজ বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার এসএসসি গণিত পরীক্ষায় মহিলা আদর্শ ডিগ্রী কলেজ কেন্দ্রের ভিতর থেকে ওই দুই শিক্ষককে সন্দেহ হলে প্রথমে তাদের আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ। পারে তাদের কাছে থাকা মোবাইলের ভিতর থেকে আজকের গণিত পরীক্ষার প্রশ্ন পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এসময় আদালত তাদের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁস ও নকল সরবরাহের অভিযোগ এনে এ রায় দেন।

নাম প্রকাশ না করার স্বার্থে একজন শিক্ষক জানায়, দীর্ঘ দিন থেকে জিদনি মডেল স্কুলের ওই দুই শিক্ষক তাদের স্কুলের শিক্ষার্থীদের ভালো ফলাফল করার জন্য উল্লেখিত কেন্দ্রে গিয়ে কৌশলে নকল সরবরাহ করে আসছিলো।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh